গত মাসেই শুরু হয়েছিল সোহম চক্রবর্তী ও ইধিকা পাল অভিনীত টালিউড ছবি ‘বহুরূপ’-এর শ্যুটিং। ইন্ডাস্ট্রির অন্দরে শোনা যাচ্ছে, ইউনিটের বকেয়া পারিশ্রমিক নিয়ে সমস্যা দেখা দেওয়ায় নাকি ছবিটির শ্যুটিংই বন্ধ হয়ে গেছে।
ছবি ঘোষণার সময়ে জানানো হয়েছিল, এই ছবিতে সোহমকে নতুন ভাবে দেখবেন দর্শক। কারণ, ছবিতে অভিনেতার সাতটি আকর্ষণীয় লুক থাকবে। এছাড়াও সোহমের এই চরিত্রের বিপরীতে অভিনয় করবেন নায়িকা ইধিকা পাল। ফলে, ঘোষণার পর থেকেই এই ছবিকে ঘিরে তৈরি দর্শকের কৌতূহল।