ক্রোশিক একটি রাশিয়ান বিড়াল। আর দশটা সাধারণ রাশিয়ান বিড়ালের মতো জন্ম নিলেও এখন খবরের শিরোনামে সে। বয়স ১৪ বছর, তার ওজন ১৭ কিলোগ্রাম বা ৩৮ পাউন্ড। শরীরের এই বাড়তি ওজনের কারণে খুব একটা হাঁটা-চলা বা নড়াচড়া করতে পারে না সে। বর্তমানে ক্রোশিক বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যবান বিড়াল। পার্মের ম্যাট্রোস্কিন অ্যানিমেল শেল্টারে স্বেচ্ছাসেবকদের কাছে এখন আছে ক্রোশিক। ক্রোশিকের একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানকার একজন কর্মী ক্রোশিককে তার বাহুতে ধরে রাখার চেষ্টা করছিলেন। বোঝাই যাচ্ছিল এই কাজে তার কতটা কষ্ট হচ্ছিলো। আরও বোঝা যাচ্ছিল ক্রোশিকের ওজন তার চেয়ে তিনগুণ বেশি।

ক্রোশিক একটি রাশিয়ান বিড়াল। আর দশটা সাধারণ রাশিয়ান বিড়ালের মতো জন্ম নিলেও এখন খবরের শিরোনামে সে। বয়স ১৪ বছর, তার ওজন ১৭ কিলোগ্রাম বা ৩৮ পাউন্ড। শরীরের এই বাড়তি ওজনের কারণে খুব একটা হাঁটা-চলা বা নড়াচড়া করতে পারে না সে। বর্তমানে ক্রোশিক বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যবান বিড়াল।

পার্মের ম্যাট্রোস্কিন অ্যানিমেল শেল্টারে স্বেচ্ছাসেবকদের কাছে এখন আছে ক্রোশিক। ক্রোশিকের একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানকার একজন কর্মী ক্রোশিককে তার বাহুতে ধরে রাখার চেষ্টা করছিলেন। বোঝাই যাচ্ছিল এই কাজে তার কতটা কষ্ট হচ্ছিলো। আরও বোঝা যাচ্ছিল ক্রোশিকের ওজন তার চেয়ে তিনগুণ বেশি।

Leave a Reply