দেলদুয়ারে সাংবাদিকদের সঙ্গে ওসির মতবিনিময়

এম.তারিকুল ইসলাম তাহের, টাঙ্গাইল:

টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলার সামপ্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেব খাঁন মত বিনিময় সভা করেছেন। শনিবার দুপুরে অফিসার ইনচার্জের অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আসন্ন দুর্গাপূজা, মাদক, চুরি-ডাকাতি সহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ওসি সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, বৈষম্য বিরোধী আন্দোলনে সরকার পতনের পর ১১ সেপ্টেম্বর দেলদুয়ার থানায় ওসি হিসেবে যোগদান করেন সোহেব খাঁন। সোহেব খান ২০০৫ সালে আরএমপি পুলিশে উপপরিদর্শক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৬ সালে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পান। তিনি টাঙ্গাইল ও নারায়নগঞ্জ জেলায় পুলিশের দায়িত্ব পালন করেছেন। তিনি দুইবার জাতিসংঘ মিশনে সফল ভাবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বাঘা থানায় অফিসার ইনচার্জ (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মতবিনিময় সভায় দেলদুয়ার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম, সহ-সভাপতি এম.তারিকুল ইসলাম তাহের, সাধারণ সম্পাদক মো. অপু তালুকদার শিপলু, যুগ্ম সম্পাদক গোপেশ চন্দ্র সরকার, কোষাধ্যক্ষ শরীফুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, আব্দুল গফুর সরকার, মনির হাসান, রাশেদ সরকার,নাফিউর রহমানসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

See also  মানবতার সেবায় নিরাপদ চিকিৎসা চাই