যেকোনো চরিত্রেই সাবলীল অভিনয় করেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। তবে অভিনয়ের পাশাপাশি তার চেহারার ওপর দুর্বলতা রয়েছে অনুরাগীদের। কিন্তু এবার সেই চেহারা নিয়েই উদ্বেগের মাঝে আছেন তার অনুরাগীরা।
হঠাৎ চেহারায় পরিবর্তন দেখা গেছে রণবীরের। তার সাম্প্রতিক চেহারায় ভেসে ওঠে শীর্ণতা! চোখে নেই সেই চেনা জ্যোতি, মুখও ম্লান। অযত্নে ওঠা দাড়ি, পোশাকেও নেই উজ্জ্বলতা। আর রণবীরের এমন সুরত প্রকাশ্যে আসতেই উদ্বেগে পড়ে যান তার অনুরাগীরা।
সম্প্রতি ফ্রান্সে গিয়েছিলেন রণবীর। সেখানেই অভিনেতার সঙ্গে ছবি তোলেন তার এক ভক্ত। সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই রণবীরের অনুরাগীদের প্রশ্ন, ‘রণবীরের কী হয়েছে? তিনি কি অসুস্থ?’
এই ছবি দেখে আবার অনেকের বক্তব্য, রণবীরের মুখে বয়সের ছাপ পড়েছে। এক জন মন্তব্য করেছেন, ‘সঞ্জু ছবির পর থেকেই রণবীরের মুখে বয়সের ছাপ পড়েছে। তার একই সময়ের অভিনেতাদের মধ্যে রণবীরকেই দেখতে সবচেয়ে বয়স্ক লাগে।’ আর এক জন মন্তব্য করেন, ‘শাহিদ কাপুর মদ্যপান ও ধূমপান করেন না। তাই তাকে রণবীরের থেকে দেখতে অনেকটাই অল্পবয়স্ক লাগে।
রণবীরের আর এক অনুরাগী হতাশার সঙ্গে লিখেছেন, ‘ওর মুখ থেকে সেই লাবন্যটাই চলে গেছে। কেন ওকে এত বয়স্ক ও অসুস্থ দেখতে লাগছে?’ তবে অনেকের অনুমান, নতুন কোনও চরিত্রের জন্য নিজের ওজন কমিয়েছেন রণবীর।
রণবীর কাপুরকে শেষ দেখা গেছে সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ‘অ্যানিম্যাল’-এ। এই ছবি বিভিন্ন সমালোচনার মুখে পড়লেও রণবীরের অভিনয় প্রশংসিত হয়েছে। বর্তমানে তিনি ‘রামায়ণ’ নিয়ে ব্যস্ত। এ ছাড়াও সঞ্জয় লীলা ভানসালির পরিচালনায় ‘লাভ অ্যান্ড ওয়ার’ রয়েছে তার হাতে। এই ছবিতে অভিনয় করেছেন আলিয়া ভাট ও ভিকি কৌশলও