রণবীরকে

যেকোনো চরিত্রেই সাবলীল অভিনয় করেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। তবে অভিনয়ের পাশাপাশি তার চেহারার ওপর দুর্বলতা রয়েছে অনুরাগীদের। কিন্তু এবার সেই চেহারা নিয়েই উদ্বেগের মাঝে আছেন তার অনুরাগীরা। হঠাৎ চেহারায় পরিবর্তন দেখা গেছে রণবীরের। তার সাম্প্রতিক চেহারায় ভেসে ওঠে শীর্ণতা! চোখে নেই সেই চেনা জ্যোতি, মুখও ম্লান। অযত্নে ওঠা দাড়ি, পোশাকেও নেই উজ্জ্বলতা। আর রণবীরের এমন সুরত প্রকাশ্যে আসতেই উদ্বেগে পড়ে যান তার অনুরাগীরা

যেকোনো চরিত্রেই সাবলীল অভিনয় করেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। তবে অভিনয়ের পাশাপাশি তার চেহারার ওপর দুর্বলতা রয়েছে অনুরাগীদের। কিন্তু এবার সেই চেহারা নিয়েই উদ্বেগের মাঝে আছেন তার অনুরাগীরা।

হঠাৎ চেহারায় পরিবর্তন দেখা গেছে রণবীরের। তার সাম্প্রতিক চেহারায় ভেসে ওঠে শীর্ণতা! চোখে নেই সেই চেনা জ্যোতি, মুখও ম্লান। অযত্নে ওঠা দাড়ি, পোশাকেও নেই উজ্জ্বলতা। আর রণবীরের এমন সুরত প্রকাশ্যে আসতেই উদ্বেগে পড়ে যান তার অনুরাগীরা

Leave a Reply