ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় সোমবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
এর মাধ্যমে একমাসে দু’বার দ্বিপাক্ষিক বৈঠক করলেন উভয় নেতা। প্রথমবার বৈঠক হয়েছিল মোদির ইউক্রেন সফরে। এবার নিউইয়র্কে। সর্বশেষ বৈঠকে ইউক্রেনে চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য সমর্থন পুনরায় নিশ্চিত করেছেন মোদি ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।