হবিগঞ্জের বাহুবল উপজেলার বাহুবল সদর ইউনিয়নের ইসলামপুর এলাকায় কবরস্থান থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাকে উদ্ধার করা হয়। জানা যায়, ইসলামপুর গ্রামের কদ্দুস মিয়ার বাড়ির পাশে একটি কবরস্থান রয়েছে। স্থানীয় লোকজন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ কবরস্থান থেকে কান্নার শব্দ শুনতে পান। এ সময় স্থানীয়রা এগিয়ে গিয়ে ওই নবজাতককে পড়ে থাকতে দেখেন। এ সময় তারা দেখতে পান শিশুটির শরীর ইঁদুরে কামড়ানো। তাৎক্ষণিক তারা শিশুটিকে নিয়ে হাসপাতালে চলে যান। পরে সেখান থেকে তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

হবিগঞ্জ কবরস্থান থেকে ভেসে আসছিল নবজাতকের কান্না

হবিগঞ্জের বাহুবল উপজেলার বাহুবল সদর ইউনিয়নের ইসলামপুর এলাকায় কবরস্থান থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাকে উদ্ধার করা হয়।

জানা যায়, ইসলামপুর গ্রামের কদ্দুস মিয়ার বাড়ির পাশে একটি কবরস্থান রয়েছে। স্থানীয় লোকজন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ কবরস্থান থেকে কান্নার শব্দ শুনতে পান। এ সময় স্থানীয়রা এগিয়ে গিয়ে ওই নবজাতককে পড়ে থাকতে দেখেন। এ সময় তারা দেখতে পান শিশুটির শরীর ইঁদুরে কামড়ানো। তাৎক্ষণিক তারা শিশুটিকে নিয়ে হাসপাতালে চলে যান। পরে সেখান থেকে তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

হবিগঞ্জ কবরস্থান থেকে ভেসে আসছিল নবজাতকের কান্না

এ বিষয়ে হবিগঞ্জ সমাজসেবার উপপরিচালক রাশেদুজ্জামান চৌধুরী বলেন, নবজাতক শিশুকে উদ্ধার করার বিষয়টি শুনেছি। তৃতীয় লিঙ্গের একজন শিশুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছে। এই বিষয়ে আরও খোঁজখবর নিচ্ছি।

 

See also  আখাউড়া দিয়ে ভারতে যাওয়ার সময় যুবক আটক