ব্রাহ্মণবাড়িয়া শহরে অবাধে পাওয়ার টিলার ট্রাক্টর অবৈধভাবে চলছে ॥ যানযট সহ ঘটছে দূর্ঘটনা

ব্রাহ্মণবাড়িয়া শহরে অবাধে পাওয়ার টিলার ট্রাক্টর অবৈধভাবে চলছে ॥ যানযট সহ ঘটছে দূর্ঘটনা

আল আমীন শাহীন ॥ ব্রাহ্মণবাড়িয়া শহরে অবৈধভাবে অবাধে চলছে পাওয়ার টিলার , ট্রাক্টর সহ অন্যান্য ইঞ্জিন চালিত যানবাহন। এতে শহরে যানজট সহ দূর্ঘটনা ঘটছে প্রায়শ। কৃষিকাজে ব্যবহৃত যান সড়ক পথে চালাচ্ছে প্রশিক্ষণ বিহীন চালকরা। এতে দূঘটনায় হতাহত হয়েছে মানুষ। আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান সড়কে অন্যান্য দিনের চেয়ে বেশী যানজটের সৃষ্টি হয়। এ সময়ে শহরে ট্রাক্টর, পাওয়ার টিলার নির্মাণ সামগ্রী সহ মালবোঝাই করে চলতে দেখা গেছে। বিগত দিনে অবৈধভাবে টোকেন প্রথায় এসব যানবাহন চলতো একশ্রেণীর অসাধু প্রতিরোধকারীদের সহায়তায়। সম্প্রতি জেলা পুলিশ যানজট নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে গিয়ে ফুটপাত হকার মুক্ত সহ বিভিন্ন কাজ শুরু করেছে। এতে পথ চলাচলে শহরবাসী স্বস্তি পায়। কিন্তু সড়কে অবৈধযান প্রবেশে তেমন বাধা আজ লক্ষ্য করা যায়নি। এতে বিভিন্ন স্থানে দীর্র্ঘ সময় যানজট হয়েছে। শহরের হাসপাতাল রোডে যানজটে পাওয়ার টিলারের পেছনে আটকে পড়েন ট্রাফিক পুলিশ পরিদর্শক নিখিল জীবন চাকমা। এসময়ে অবৈধভাবে পাওয়ার টিলার শহরে চলতে পারে কিনা প্রশ্ন করলে , তিনি জানান, এই শহরে ইঞ্জিনচালিত রিক্সা যদি চলতে পারে , তাহলে এসব চলতে দোষ কি ? পরে বলেন , আমি নতুন এসেছি এসব বন্ধে আমাদের সময় প্রয়োজন।

See also  বিপদজনক অবস্থায় বিদ্যুতের মূল তার ফুটপাতে : অভিযোগের পর কতৃপক্ষের সাড়া নেই ঘন্টার পর ঘন্টা