ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: গতকাল বৃহষ্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রাইভেটকারসহ ভুয়া সাংবাদিকের একটি দলকে আটক করেছে বিজয়নগর থানার পুলিশ। পুলিশ, স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা এলাকায় চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালানোর একটি প্রাইভেটকার (রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-২২-৩৯৬৭)সহ তাদেরকে আটক করে পুলিশ।
আটকরা হলেন, গাজীপুরের কালিগঞ্জ উপজেলার মূলগাওয়ের মৃত আনোয়ার হোসেনের ছেলে রাহিম রানা চৌধুরী (২৮), একই এলাকার মোহাম্মদ আবুলের ছেলে মোঃ জোবায়ের হোসেন (৩৫), কিশোরগঞ্জের ভৈরবের বাদল মিয়ার ছেলে মো. মোমেন মিয়া (২৫) একই এলাকার মৃত আতর আলীর ছেলে সায়েদ আহম্মেদ স্বপন (৩০), নরসিংদীর পলাশের আসাদ মিয়ার ছেলে মো. জুনায়েদ মিয়া (২২)। তাদের মধ্যে জুনায়েদ প্রাইভেটকার চালক। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, খাটিংগা সেতুর উপর চেক পোস্ট পরিচালনা করছিল পুলিশ।
বিজয়নগরে মাদক সেবন গিয়ে সাংবাদিক সাজলেন প্লাস্টিক ব্যবসায়ীরা
এ সময় একুশে নিউজ স্টিকারযুক্ত একটি প্রাইভেটকার আসলে এতে থালা চালকসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। বেশভুষায় সাংবাদিক। তারা নিজেদের সাংবাদিক পরিচয় দেন। তাদের প্রাইভেটকারে একটি মাইক্রোফোন এবং গলায় ফিতা ছিল। কিন্তু জিজ্ঞাসাবাদে গাড়িতে থাকা পাঁচজনের নাম ঠিকানা যাচাই বাছাই করে জানা যায় তারা সাংবাদিক নন, তারা প্লাস্টিক ব্যবসায়ী। এক পর্যায়ে তারা স্বীকার করেন মাদক সেবন করেছেন। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।