রাজশাহী মহানগরীতে এ বছর ৭৮টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সিসি টিভি ক্যামেরা সংযোজনের ব্যবস্থা রাখা হবে।
পূজার সময় সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের পাশাপাশি আনসার সদস্য ও স্বেচ্ছাসেবক টিম কাজ করবে। এ বছর আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশেই শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এ কথা জানিয়েছেন। দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মীয় নেতা, মহানগরীর পূজা উদযাপন কমিটির সদস্যসহ বিভিন্ন মন্দির ও ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন রাজশাহী বিভাগীয় কমিশনার। ওই মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।