ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শিক্ষার্থীদের উপর হামলার মূল নায়ক আওয়ামীলীগ নেতা মোঃ মিজানুর রহমান ওরফে আডা মিজানকেগ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আশুগঞ্জ বাজার থেকে আশুগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক জয়নাল আবেদীনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আশুগঞ্জে শিক্ষার্থীদের উপর হামলার মূল নায়ক আ.লীগ নেতা মিজান গ্রেফতার
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসাইন জানান, আটক মিজানের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় একাধিক বিস্ফোরক মামলারয়েছে। গতকাল শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আশুগঞ্জ গোল চত্বর এলাকায় শিক্ষার্থীদের মিছিলে অতর্কিত হামলা চালায় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এর মূল নেতৃত্ব দেন মিজান। শিক্ষার্থীদের উপর হামলার সময়ের মিজানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নিন্দার ঝড় উঠেছিল।