চিকিৎসকরা প্রতিনিধিদের নজরদারীতে ॥ ব্যবস্থাপত্র নিয়ে টানাটানিতে রোগীরা বিব্রত

চিকিৎসকরা প্রতিনিধিদের নজরদারীতে ॥ ব্যবস্থাপত্র নিয়ে টানাটানিতে রোগীরা বিব্রত

আল আমীন শাহীন ॥ ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারী হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসকরা কি লিখছেন তা নজরদারী করে ওষুধ কোম্পানীর প্রতিনিধিরা। চিকিৎসকদের চেম্বার থেকে কোন রোগী বের হলেই ১০-১২ জন প্রতিনিধি রোগীকে ঘিরে ধরে রোগীর হাত থেকে ব্যবস্থাপত্র হাতে নিয়ে মোবাইল ফোন দিয়ে একর পর এক ছবি তুলতে থাকে। বিসয়টি কি বা কেন তা বুঝতে পারে না রোগীরা। অনেকে ভয় পায় বিব্রত হয় । বিভিন্ন চেম্বারের সামনে দেখা যায় রোগীর চেয়ে প্রতিনিধির সংখ্যা বেশী। বিভিন্ন সূত্রে জানা গেছে , ওষুধ কোম্পানী তাদের ওষুধ লেখার জন্য চিকিৎসকদের নানা উপঢৌকন দেয়। পরনের পোষাক , বেল্ট , সুগন্ধি, টিভি , ফ্রিজ , গাড়ি, খাতা কলম,এমনকি নগদ অর্থ উপঢৌকন হিসেবে দেয়া হয়। এর বিনিময়ে চিকিৎসকরা সে সব কোম্পানীর ওষুধ লিখে কিনা তা দেখতেই রোগীর কাছ থেকে ব্যবস্থা পত্র নিয়ে টানাটানি হয়। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের বিপরীতে ক্রিসেন্ট হাসপাতালের সামনে এমনি এক দৃশ্য দেখা গেছে। এ সময় এক রোগী অভিযোগ করেন,হাত থেকে ব্যবস্থা পত্র টেনে নেয়ার ঘটনায় প্রথমে ভয় পেয়ে গেছি , বেশ কিছুক্ষণ দাড়াতে হয়েছে বিষয়টি বিব্রতকর। ওষুধ কোম্পানীর প্রতিনিধি এরোস্টাফার্মার মোঃ শাহীনের কাছে বিসয়টি জানতে চাইলে তিনি জানান, আমরা চিকিৎসকদের আমাদের কোম্পানীর ওষুধ লিখার জন্য অনুরোধ করি, সেটা লিখেছে কি না , তা দেখতে ছবি তুলেছি।

See also  লায়ন্স ক্লাব অব কুমিল্লার আয়োজনে মাসিক সভা