২৯শে সেপ্টেম্বর রোজ রবিবার সকাল ১১ ঘঠিকায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণকারী সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা আন্তঃনগর বিজয় ও কালনী এক্সপ্রেস ট্রেনের ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রাবিরতি পুনঃপ্রতিষ্ঠা, ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রুটে নতুন ট্রেন সার্ভিস চালু করা, এবং শহরের বিদ্যুৎ ও যানজট সমস্যার সমাধানের দাবিতে মুখরিত হয়ে ওঠে।
মানববন্ধনকারীরা ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে আন্তঃনগর বিজয় ও কালনী এক্সপ্রেসের যাত্রাবিরতি পুনরায় চালু করার দাবি জোরালোভাবে তুলে ধরেন