ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন- কাঞ্চনপুর এলাকার ধরনি দাসের ছেলে দিশু দাস (৫৯) ও গৌরাঙ্গ দাসের ছেলে রবীন্দ্র দাস (৩৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে মাছ ধরা শেষে বাড়ি ফেরার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। একসঙ্গে দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সুনামগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জেলের মৃত্যু

সুনামগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে। এর মধ্যে দোয়ারাবাজারে মাছ ধরার সময় দুই জেলে এবং জামালগঞ্জে আরেক জেলে মারা গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জনায়, সকাল ৭টায় দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে জালাল মিয়া (৩০) ও একই গ্রামের নুরুল হকের ছেলে জসিম উদ্দিন (২৮) বাড়ির পাশের হাওরে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতের ঘটনায় তারা মারা যান।

সুনামগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জেলের মৃত্যু

অন্যদিকে জেলার জামালগঞ্জে গতকাল রাত সাড়ে ১২টায় বজ্রপাতের ঘটনায় শরিফ মিয়া (৩৫) নামে আরেক জেলের মৃত্যু হয়। তিনি উপজেলার কালাগোজা গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে। বাড়ির পাশের নয়া হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিনি মারা যান। দোয়ারাবাজার ও জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজ্রপাতের ঘটনায় তিন জেলের মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

See also  চিকিৎসকরা প্রতিনিধিদের নজরদারীতে ॥ ব্যবস্থাপত্র নিয়ে টানাটানিতে রোগীরা বিব্রত