ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন- কাঞ্চনপুর এলাকার ধরনি দাসের ছেলে দিশু দাস (৫৯) ও গৌরাঙ্গ দাসের ছেলে রবীন্দ্র দাস (৩৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে মাছ ধরা শেষে বাড়ি ফেরার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। একসঙ্গে দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।