ঠাকুরগাঁওয়ে ছাত্র আন্দোলনে বিস্ফোরক ও দেশীয় অস্ত্র ব্যবহার করে আন্দোলন দমানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ প্রদান ও হত্যার দুই মামলায় ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেনের জামিন নামঞ্জুর করে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় তাকে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের তোলা হলে জামিন নামঞ্জুর করেন আদালতের বিচারক নিত্যানন্দ সরকার।  বিষয়টি নিশ্চিত করেন বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু।

ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেনের জামিন নামঞ্জুর

ঠাকুরগাঁওয়ে ছাত্র আন্দোলনে বিস্ফোরক ও দেশীয় অস্ত্র ব্যবহার করে আন্দোলন দমানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ প্রদান ও হত্যার দুই মামলায় ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেনের জামিন নামঞ্জুর করে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় তাকে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের তোলা হলে জামিন নামঞ্জুর করেন আদালতের বিচারক নিত্যানন্দ সরকার।  বিষয়টি নিশ্চিত করেন বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু।

অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু বলেন, বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গত ১৭ আগস্টে পুলিশ তাকে গ্রেপ্তার করেন। তখন থেকেই তিনি কারাগারে আছেন। এরপর ঠাকুরগাঁও রোডের ঘটনায় দুইজন বাদী হয়ে তার নামে দুইটি হত্যা মামলা দায়ের করেন। যেহেতু রমেশ চন্দ্র সেন আগে থেকেই গ্রেপ্তার ছিল তাই হত্যার দুই মামলায় আজকে তাকে পুনরায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেনের জামিন নামঞ্জুর

উল্লেখ্য, গত ৫ আগস্টে ঠাকুরগাঁও রোড এলাকায় ৪ জন নিহতের ঘটনায় রমেশ চন্দ্র সেনকে প্রধান আসামি করে গত ২১ আগস্ট রাতে সদর থানায় ৭৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন সদর উপজেলার আরাজি পাইক পাড়া গ্রামের জাকির হোসেন। একই ঘটনায় ২ সেপ্টেম্বর দুপুরে সদর উপজেলা হরিনারায়নপুর মোল্লাপাড়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে জামায়াত নেতা মো. ফজলে আলম ওরফে রাসেদ ঠাকুরগাঁও বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরও একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে অভিযোগটি এজহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত।

 

See also  চিকিৎসকরা প্রতিনিধিদের নজরদারীতে ॥ ব্যবস্থাপত্র নিয়ে টানাটানিতে রোগীরা বিব্রত