টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ারে “কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামির বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তফা আব্দুল্লাহ্-আল-নূর। সভায় বক্তব্য রাখেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খায়রুন নাহার, শাফিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা তাহমিনা বেগম, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. নুরুল ইসলাম প্রমূখ। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মোছা. মোন্তাহিনা আক্তার, সমবায় কর্মকর্তা পারুল আক্তার, একাডেমিক সুপার ভাইজার মোছা. খাদিজা, শাফিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।