দেলদুয়ারে জাতীয় কন্যা দিবস পালিত

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের দেলদুয়ারে “কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামির বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তফা আব্দুল্লাহ্-আল-নূর। সভায় বক্তব্য রাখেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খায়রুন নাহার, শাফিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা তাহমিনা বেগম, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. নুরুল ইসলাম প্রমূখ। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মোছা. মোন্তাহিনা আক্তার, সমবায় কর্মকর্তা পারুল আক্তার, একাডেমিক সুপার ভাইজার মোছা. খাদিজা, শাফিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Posted in Uncategorized