এম.তারিকুল ইসলাম তাহের,টাঙ্গাইল থেকে:
ভারতে মহানবীকে (সা.) কটুক্তির প্রতিবাদে টাঙ্গাইলের দেলদুয়ারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আল ইহসান যুব পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলার বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের সাধারণ জনতা অংশগ্রহণ করে।টাঙ্গাইল জেলা কওমি ওলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা আলী আজম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা আব্দুল জব্বার, সম্পাদক আব্দুল মালেক, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মির্জা রাশেদুল ইসলাম জুয়েল, আল ইহসান যুব পরিষদের সভাপতি মাওলানা সোলাইমান রিয়াজী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদের মাহমুদ, উপজেলা ইমাম সমিতির সভাপতি ও প্রশাসন মসজিদের খতিব মুফতি আসাদুল্লাহ্ খান, ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল আলীম খান, মাওলানা আমানুল্লাহ্ খান , মুফতি আশরাফুল ইসলাম, হাফেজ মাওলানা আসলাম খান, ছাত্র প্রতিনিধি মো.খাইরুল ইসলাম প্রমূখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেছে।