মাউশির পরিচালক ড. বিশ্বজিৎকে কার্যালয় থেকে বের করে দেওয়ায় অভিযোগ উঠেছে। ড. বিশ্বজিতের কার্যালয়ে প্রবেশ করে কিছু তরুণ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. বিশ্বজিৎ ব্যানার্জীকে তার কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ‘আমরা স্থানীয়’ পরিচয় দিয়ে ওই কার্যালয়ে প্রবেশ করে কিছু তরুণ। পরে তারা পরিচালককে কার্যালয় থেকে বের করে দিয়ে তালা মেরে চাবি নিয়ে চলে যান।
শিক্ষা ভবন সূত্রে জানা গেছে, রাজশাহী আঞ্চলিক শিক্ষা ভবনের চতুর্থ তলায় মাউশি রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালকের কার্যালয়। বিকেল ৩টা ২০ মিনিটে ২০-৩০ জন তরুণ ওই কার্যালয়ে প্রবেশ করেন।