বাবা হত্যার প্রতিশোধ নিতে যুবককে কুপিয়ে হত্যা

মো: ফারদিন হাসান দিপ্ত: নরসিংদীতে প্রকাশ্য দিবালোকে বাবা হত্যার প্রতিশোধ নিতে এক যুবকে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তারই মামাতো ভাইদের বিরুদ্ধে। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে পৌর শহরের কাউরিয়াপাড়া ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে। নিহত হানিফ মিয়া (২৪) পৌর এলাকার চৌয়ালা মহল্লার আব্দুল কাদেরের ছেলে।

স্থানীয়রা জানান, গত ১৯ আগস্ট নরসিংদী শহরের চৌয়ালা এলাকার বাসিন্দা মো. হাবিবুল্লাহকে তার ভাগিনা হানিফ মিয়া পিটিয়ে হত্যা করেন। এ ঘটনার ৪৪ দিন না যেতেই মঙ্গলবার দুপুরে কাউরিয়াপাড়া পৌর ঈদগাহ মাঠের পাশে হানিফকে গলা কেটে হত্যা করেন হাবিবুল্লাহর দুই ছেলে নাঈম ও নাদিম।

তারা আরও জানান, দুপুরে হানিফ কাউরিয়াপাড়ার ঈদগাহ মাঠে এক প্রতিবেশীর জানাজায় অংশ নেন। জানাজা শেষে ঈদগাহ গেটের সামনে পৌঁছালে আগে থেকে সেখানে থাকা তার মামাতো ভাই নাঈম ও নাদিম সবার সামনে চাইনিজ কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। একপর্যায়ে হানিফ মাটিতে লুটিয়ে পড়লে ধারালো ছুরি দিয়ে তার গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান তারা।

নরসিংদীর সদর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক আ: গাফফার জানান, হত্যাকান্ডের শিকার হওয়া হানিফ মিয়া তিন মাস আগে তার আপন মামাকে হত্যা করেছিল। এরই প্রেক্ষিতে তার মামোতো ভাইয়েরা তাকে হত্যা করেছে বলে জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যহত আছে।

See also  ব্রাহ্মণবাড়িয়ায় লরির সাথে প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ১