ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে উড়াল গ্যাসের ঝুকি পুর্ণ ব্যবহার নিয়ে পথিক টিভি সহ বেশ কয়েকটি গনমাধ্যমে সংবাদ প্রচারের পর সকৃয় হয় প্রশাসন তার প্রেক্ষিতে মঙ্গলবার ১ অক্টোবর দুপুরে সদর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ গ্যাস ফিল্ডস কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান চালায়।
অভিযানে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে তিতাস নদীর বিভিন্ন পয়েন্টে বসানো ২১টি গ্যাস সংযোগ ড্রাম জব্দ করার পাশাপাশি ছয় হাজার মিটার অনিরাপদ প্লাস্টিক পাইপ জব্দ করা হয়।
এর আগে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে উদগিরণ হওয়া গ্যাস প্লাস্টিক পাইপের মাধ্যমে ঝুঁকি নিয়ে বাসা-বাড়ি ও বাণিজ্যিক কারখানায় ব্যবহার করা হচ্ছে। চাপ নিয়ন্ত্রণ না করে এসব গ্যাস ব্যবহারের ফলে অগ্নিঝুঁকি বাড়ছে এমন সংবাদ পথিক টিভি সহ বেশ কয়েকটি গনমাধ্যমে সংবাদ প্রচারিতো হয়।