ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রী বেশে মাদক পাচারের সময় রহিমা বেগম (৩০) ও রেহেনা বেগম (৪০) নামক দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় তাদেরকে তল্লাশী করে তাদের কাছ থেকে ৪শত পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গতকাল বুধবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার ইসলামাদ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রহিমা বেগম মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার টেপড়া গ্রামের মোঃ সবুজ শেখের স্ত্রী ও রেহেনা বেগম জামালপুর জেলার সদর উপজেলার মহেশপুর গ্রামের আয়নাল মিয়ার স্ত্রী। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে ইসলামাদ এলাকার সবুজ বাংলা হোটেলের পাশে যাত্রী বেশে অপেক্ষা করার সময় দুই নারীকে আটক করা হয়। পরে তাদের তল্লামী করে ৪শত পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।