ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি’র) হাতে আটককৃত যুগ্ম সচিব এ.কে.এম.জি কিবরিয়া মজুমদারকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন কসবা থানা পুলিশ।  রোববার দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার (১২ অক্টোবর) বিকালে উপজেলার পুটিয়া এলাকা থেকে আটক করে বিজিবি। তাকে ওই দিনই সন্ধ্যায় কসবা থানায় সোর্পদ করা হয়। তার বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে ১৯৭৩ সনের পাসপোর্ট আইনে মামলা করা হয়। তার বিরুদ্ধে ঢাকা পল্টন থানায়ও একটি হত্যা মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

কসবায় ভারতে পালানোর সময় আটককৃত যুগ্ম সচিবকে আদালতে প্রেরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি’র) হাতে আটককৃত যুগ্ম সচিব এ.কে.এম.জি কিবরিয়া মজুমদারকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন কসবা থানা পুলিশ।

রোববার দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার (১২ অক্টোবর) বিকালে উপজেলার পুটিয়া এলাকা থেকে আটক করে বিজিবি। তাকে ওই দিনই সন্ধ্যায় কসবা থানায় সোর্পদ করা হয়। তার বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে ১৯৭৩ সনের পাসপোর্ট আইনে মামলা করা হয়। তার বিরুদ্ধে ঢাকা পল্টন থানায়ও একটি হত্যা মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

উল্লেখ্য, আটকের পর সুলতানপুর ৬০ বিজিবি’র পক্ষ থেকে প্রেস রিলিজে জানায়, ব্রা‏হ্মণবাড়িয়ার সীমান্তবর্তী কসবা উপজেলার বায়েক ইউনিয়নের সীমান্ত ঘেঁষা পুটিয়া এলাকায় শুন্য রেখার ২০৫০ নং পিলার হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটিয়া নামক স্থানে কিবরিয়া মজুমদার নামের ওই যুগ্ম সচিব ভারতে অনুপ্রবেশের জন্য সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিলেন।

কসবায় ভারতে পালানোর সময় আটককৃত যুগ্ম সচিবকে আদালতে প্রেরণ

এ সময় সালদানদী বিওপির টহল দল তাকে আটক করেন। আটক হওয়া এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদার জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার শিরিন শারমিন চৌধুরী এর অধীনে জয়েন্ট সেক্রেটারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকরা গ্রামের মৃত মফিজ উদ্দিন আহাম্মদ মজুমদারের ছেলে।

বিজিবির ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লে. কর্ণেল এ.এম জাবের বিন জব্বার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন অপরাধমূলক ও ধ্বংসাত্মক কার্যকলাপে জড়িত থাকায় তার নামে একাধিক মামলা রুজু হয়। তাই সে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় আসেন।

পাসপোর্টবিহীন অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা করার দায়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের করার জন্য কসবা থানায় সোপর্দ করা হয়েছে। সালদা বিওপি’র নায়েক সুবেদার শফিউর রহমান বাদি হয়ে কসবা থানায় মামলা রুজু করেছেন। কসবা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল হক কবির জানান, আটককৃত যুগ্ম সচিব এ, কে, এম জি কিবরিয়া মজুমদারকে গতকাল রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত যুগ্ম সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অপরাধমুলক কার্যকলাপে জড়িত থাকায় পল্টন থানায় দায়েরকৃত হত্যা মামলার পলাতক আসামী ছিলেন।

See also  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক স্বামীসহ গ্রেফতার