বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বৈষম্যবিরোধি আন্দোলনসহ বিগত ১৫ বছরে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে আল্লাহ তাদেরকে যেন শহীদ হিসেবে কবুল করেন। শুধু আমরাই (জামায়াত) মজলুম ছিলাম না। এ দেশের ১৮ কোটি মানুষই ছিল মজলুম। সরকার ও তার ঘুসখোররা সিন্ডিকেট করে মানুষের জীবনকে শ্বাসরুদ্ধ করে দিয়েছিল। এ অবস্থা থেকে জাতি মুক্তি চায়। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় ঝিনাইদহে যাওয়ার পথে মাগুরা শহরের ভায়না মোড়ে এক পথসভায় এ কথা বলেন তিনি। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, গুম করেছেন, মানুষের ইজ্জত লুণ্ঠন করেছেন, সারা বাংলাদেশকে দখল করেছেন। মানুষের সম্পদের ওপর লোলুপ দৃষ্টি দিয়েছেন। তাদের কারণে বহু জায়গায় মেয়েরা লেখাপড়া বন্ধ করে দিয়েছে।

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় আসছেন জামায়াতের আমীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : মঙ্গলবার (১৫ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান আসছেন। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের উদ্যোগে এক কর্মী সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

মঙ্গলবার সকাল ৯টায় শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে এ কর্মী সম্মেলন। সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা এ.টি.এম. মাসুমসহ কেন্দ্রীয়, আঞ্চলিক ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করবেন।

গত রবিবার (১৩ অক্টোবর) রাতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিয় করেছে জেলা জামায়াতে ইসলামী। ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টিম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিশে শুরা ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টিম সদস্য সাবেক জেলা আমীর অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম খাদেম, জেলা নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, জেলা সেক্রেটারি মুহা. মোবারক হোসাইন ও ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো. আতিকুল ইসলাম ভূইয়া প্রমুখ।

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় আসছেন জামায়াতের আমীর

মতবিনিময় সভা ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেয়। মতবিনিময় সভায় লিখিত বক্তব্যে জেলা জামায়াতের সেক্রেটারি মুহা. মোবারক হোসাইন বলেন, দীর্ঘ ১৫ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে সাংবাদিকদের সাথে মিলিত হবার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছিল।

৫ আগস্ট ছাত্র-জনতার অনিবার্য গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি। জামায়াতের উপর যারপরনাই নির্যাতন-নিপীড়ন চালিয়েও জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। এ পরিবর্তিত প্রেক্ষাপটে বৈষম্যহীন স্বপ্নের বাংলাদেশ গড়তে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ১০ দফা সংস্কার প্রস্তাব তুলে ধরেছেন। মঙ্গলবার তার ব্রাহ্মণবাড়িয়া আগমন উপলক্ষে দলের কর্মী, সমর্থক ও সহযোগিদের নিয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।

এদিকে দীর্ঘ ১৫ বছর পর নির্বিঘ্নে কর্মী সম্মেলনের প্রস্তুতি ও আমীরে জামায়াতের আগমন উপলক্ষে জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গতকাল সোমবার সকালে জেলার বিভিন্ন উপজেলায় আমীরে জামায়াতকে স্বাগত জানিয়ে মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

See also  ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু