ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বাংলাদেশী নাগরিক সবুজ দাস (২২) কে আটক করেছে ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের সদস্যরা।
গতকাল বুধবার দুপুরে বাংলাদেশের অভ্যন্তরে আখাউড়া আব্দুল্লাহপুর নামক স্থান থেকে তাকে আটক করাহয়। আটককৃত সবুজ দাস জেলার নাসিরনগর উপজেলা কুন্ডা ইউনিয়নের ইন্দ্রজিত দাসের ছেলে। বিজিবির প্রেস বিজ্ঞপ্তির জানায়, আখাউড়া ফকিরমোড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ২০২২/১০-এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আব্দুল্লাহপুর নামক স্থান হতে বাংলাদেশী নাগরিক সবুজ দাসকে আটক করা হয়।
ভারত থেকে ফেরার পথে আখাউড়া সীমান্তে বাংলাদেশ নাগরিক আটক
আটককৃত বাংলাদেশী নাগরিক সবুজ জিজ্ঞাসাবাদে জানায়, প্রায় ৪ মাস পূর্বে রাজ মিস্ত্রির কাজের সন্ধানে ভারতের আগরতলায় যায়। পরে গতকাল বুধবার (১৬ অক্টোবর) দুপুরে বাংলাদেশী মানব পাচারকারী মোঃ নাঈম চৌধূরীর সহায়তায় আখাউড়া আবদুল্লাহপুর এলাকায় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবি কর্তৃক আটক হয়।
আটককৃত বাংলাদেশী নাগরিককে আখাউড়া থানায় হস্তান্তর করা হয় এবং মানব পাচারে সহায়তাকারী মোঃ নাঈম চৌধুরী বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়।