
পথিক টিভি ডেক্স : সাংবাদিকতার উপর প্রশিক্ষণ ও মানোন্নয়নে ভূমিকা রাখতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) থেকে চলতি বছর সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা ২০২২-২০২৩ চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে আজ বিকেলে রাজধানী কাটাবনের কবিতা ক্যাফে-তে অনুষ্ঠিত হয়েছে “সাংবাদিকতা একটি মহান পেশা” শীর্ষক কর্মশালা ও কবিতা পাঠ অনুষ্ঠান। এই কর্মশালা অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতা, পেশাগত নৈতিকতা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে নানামুখী আলোচনা করেন।
উক্ত কর্মশালায় বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি প্রিন্সিপাল এম.এ. মোনায়েম-এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ছড়াকার, লেখক, গবেষক ও সাংবাদিক কবি চঞ্চল মেহমুদ কাসেম। কবি চঞ্চল মেহমুদ কাসেম উপস্থিত সাংবাদিকতার শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাংবাদিকতায় শব্দের সঠিক ব্যবহার ও বাংলা ভাষার সঠিক প্রয়োগসহ অন্যান্য খুটিনাটি বিষয়েও দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধীনে পরিচালিত প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর সাবেক শিক্ষার্থীদেরে দ্বারা গঠিত সাংবাদিকদের সংগঠন পিআইবি জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশন পিবজা-এর সভাপতি এ্যাডভোকেট রুহী শামসাদ আরা, বাংলাদেশ বেতারের সাবেক রেডিও উপস্থাপিকা ও সংবাদ পাঠিকা শামীম আখ্তারসহ অন্যান্য অতিথিরাও কর্মশালায় বক্তব্য প্রদান করেন।
পিআইবির শিক্ষার্থীদের নিয়ে “সাংবাদিকতা একটি মহান পেশা শীর্ষক কর্মশালা ও কবিতা পাঠের আয়োজন
এ সময় বক্তারা বলেন, “সাংবাদিকদের অবশ্যই ন্যায়ের পথে অবিচল থেকে সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরতে হবে”। আলোচনা পর্বের শেষে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের অনুভুতির কথা প্রকাশ করেন। কর্মশালা ও কবিতা পাঠ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকতার শিক্ষার্থীদের দেওয়া হয় সনদ।
এই কর্মশালা ও কবিতা পাঠের আয়োজন করে হক চেম্বার। হক চেম্বার জনসাধারণকে বিনামূল্যে আইনি পরামর্শ দেওয়াসহ বিভিন্ন সৃজনশীল কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি কবি, লেখক, সাহিত্যিক ও সাংবাদিকদের জন্য নিয়মিত কর্মশালার আয়োজন করে আসছে। আলোচনা পর্বের শেষে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে ইমতিয়াজ হোসাইন পিআইবি’র শিক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধা প্রদানের কিছু দাবি পেশ করেন।
ব্যতিক্রমধর্মী এই কর্মশালায় কবি চঞ্চল মেহমুদ কাসেম তার নিজের লেখা দু’টি কবিতা আবৃত্তি করে শোনান। কবির কন্ঠে হৃদয় ছুঁয়ে যাওয়া কবিতা শুনে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীগণ আবেগপ্রবন হয়ে পড়েন। অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিদেরকে কবি তার নিজের লেখা একটি বই উপহার দেন।
আয়োজকরা বলেন, “এই ধরণের কর্মশালার মাধ্যমে আমরা নিয়মিত তরুণ সাংবাদিকদের আরও বেশি অনুপ্রাণিত করতে চাই এবং তাদের মধ্যে ইতিবাচক নেতৃত্বের গুণাবলী বিকাশে নিয়মিত এই ধরণের কর্মশালা অব্যহত রাখতে চাই। আমরা বিশ্বাস করি, এ ধরনের আয়োজন বাংলাদেশে সাংবাদিকতার মান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।