হোমনায় বিএনপি’র আহ্বায়ক কমিটিতে কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভে উত্তাল

কুমিল্লার হোমনায় দীর্ঘদিনের ত্যাগী ও হামলা-মামলা- জেল-জুলুমের স্বীকার বেশ কয়েকজন শীর্ষ নেতার নাম বাদ দিয়ে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন করেন জেলা বিএনপি। নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মাধ্যমে বিষয়টি সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ার পর উক্ত কমিটি দু’টি বাতিলের দাবীতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন পদবঞ্চিত নেতাকর্মীসহ পৌর সভার ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় সহস্রাধিক নেতা কর্মী অংশ গ্রহণ করেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে হোমনা চৌরাস্তা থেকে উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক জহিরুল হক জহরের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল হোমনা সদরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে অস্থায়ী মঞ্চে প্রতিবাদ সমাবেশ করেন।

এসময় বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, যুগ্ম-আহ্বায়ক এএফএম তারেক মুন্সীর বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর স্লোগান দেয় মিছিলের বিক্ষোভকারীরা।

পরে অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানায় এবং হোমনায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া দলীয় ক্ষমতালোভী হয়ে জেলা কমিটিকে ব্যবহার করে দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি করে নিজের আখের গুছানোর চেষ্টা চালাচ্ছেন। সে জন্য দলের যোগ্য, জনপ্রিয় ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে পকেট কমিটি গঠন করেন। সমাবেশে অধ্যক্ষ সেলিম ভূইয়াকে বহিস্কারের দাবীসহ মেয়াদ কুমিল্লা উত্তর জেলা কমিটিকে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ বলে বক্তব্য দেন। এসময় নতুন কমিটি স্থগিত করে পূর্বের কমিটি পুনর্বহালের দাবী জানান নেতৃবৃন্দ।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহিরুল হক জহর চেয়ারম্যানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক এডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা চেয়ারম্যান, বর্তমান যুগ্ম-আহবায়ক মো.সামসুদ্দিন, যুগ্ম-আহ্বায়ক মো. আলমগীর সরকার, যুগ্ম-আহবায়ক আবদুল আজিজ খন্দকার সাব মিয়া চেয়ারম্যান, আবু নাসের ওয়াহেদ সম্পদ চেয়ারম্যান, যুগ্ম-আহ্বায়ক রাজু আহমেদ রাজ মিয়া, যুগ্ম-আহ্বায়ক নুরুজ্জামান মিন্টু চেয়ারম্যান, যুগ্ম-আহবায়ক মো. শাহজাহান মোল্লা চেয়ারম্যান, যুগ্ম-আহবায়ক মো. মজিবুর রহমান, পৌর বিএনপি’র সদস্য সচিব মো. শাহ আলম, কুমিল্লা উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক মো. মজিবুর রহমান, যুবদলের আহ্বায়ক এম এ জামাল ও ছাত্রদলের সভাপতি শাইজুদ্দিন শাজু প্রমূখ।

See also  মায়ের সামনে বাসচাপায় শিশুর মৃত্যু রাস্তায় বসে মায়ের আহাজারি

জানা যায়, গত ২৫ অক্টোবর কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়ক কর্তৃক স্বাক্ষরিত হোমনা উপজেলা বিএনপি’র ৫১ সদস্য ও পৌর বিএনপি’র ৪১সদস্য বিশিষ্ট দু’টি কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে হোমনা উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল হক জহর এবং যুগ্ম-আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আজিজুর রহমান মোল্লাকে এবং পৌর বিএনপি সাবেক সদস্য সচিব ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শাহ আলমসহ কয়েক জন নেতাকে বাদ দেয়া হয়।

Leave a Reply