বিনোদন : বছরের অন্যতম আলোচিত তেলেগু সিনেমা জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুরের ‘দেবারা: পার্ট ওয়ান।’ সিনেমাটিতে আরো অভিনয় করেছেন সাইফ আলী খান ও প্রকাশ রাজ। মুক্তির পর বেশ সাড়া ফেলে দেয় সিনেমাটি। এবার আসছে ওটিটি কাঁপাতে।
২৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পায় ‘দেবারা। মুক্তির আগে থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল সিনেমাটি। মুক্তির পর বক্স অফিসেও বেশ ভাল আয় করেছে। ৩০০ কোটি বাজেটে নির্মিত সিনেমাটি ভারতে ৩০০ কোটির বেশি ও বিশ্বব্যাপী ৫০০ কোটির বেশি আয় তুলে নিয়েছে।
ছবিতে জুনিয়র এনটিআরের অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। বিশেষ করে আয়ুধা পূজা গানে এবং একটি বিয়ের দৃশ্যে অভিনেতার অভিনয় ব্যাপক প্রশংসনীয় হয়েছে। সিনেমাটির ওটিটি মুক্তির অপেক্ষায় ছিলেন সিনেপ্রেমীরা ।এবার ওটিটিতে আসছে সিনেমাটি নেটফ্লিক্সে আসবে এটি। নেটফ্লিক্স জানিয়েছে, ৮ নভেম্বর এ প্লাটফর্মেই স্ট্রিম হবে সিনেমাটি। আর এই ঘোষণায় দর্শকরাও বেজায় খুশি।
এবার ওটিটিতে বহুল আলোচিত সিনেমা ‘দেবারা
এই বারে দিয়ে দক্ষিণে অভিষেক ঘটে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের। এ সিনেমা দিয়ে বলিউড অভিনেতা সাইফ আলী খানেরও অভিষেক হয় দক্ষিণী সিনেমায়। প্রথমবারের মতো জুটি বেধে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুর। এটি পরিচালনা করেছেন কোরাতলা শিবা।