ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা’র দিক নির্দেশনায় চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নে ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ নভেম্বর,বৃহস্পতিবার সন্ধ্যায়  ইউনিয়নের চকলক্ষীপুর গ্রামে ৭ নং ওয়ার্ড বিএনপি দলীয় কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় উজিরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আজিজ মেম্বারের সভাপতিত্বে ও উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব নবীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
২ নং উজিরপুর ইউনিয়ন যুবদলের সহ সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেনে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং উজবপুর ইউনিয়ন যুবদলের সহপ্রচার সম্পাদক মো আনোয়ার হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো তহিদুল ইসলাম , ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক  সম্পাদক মো নাঈম,ইউনিয়ন  বিএনপি নেতা মো ইব্রাহিম, ৭ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের  যুগ্ম সাধারণ সম্পাদক মো ইছহাক মিয়া, ৭ নং ওয়ার্ড  কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক মো আমির হোসেন, ৭ নং ওয়ার্ড তাঁতি দলের সভাপতি মো মনির হোসেন। এই সময় বিএনপি এবং অঙ্গ সংগঠনের আরো নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন ।

এই সময় সবার প্রধান অতিথি ইকবাল হোসেন বলেন , ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতি পাল্টে গিয়েছিল। দেশ ও জাতি পেয়েছিল নতুন ধারার গণতান্ত্রিক দেশ । এই পটপরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে। গণতন্ত্র অর্গলমুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যায়, এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।

See also  দুবছর ধরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া  স্থলবন্দরে গুদামে পচে নষ্ট হলো কোটি টাকার গম