
বুধবার ১৩ নভেম্বর বেলা ১১টার দিকে সদর উপজেলার ঘাটুরা সরকার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তবে কি কারণে তারা বিষপান করেছেন তা জানা যায়নি। তারা হলেন মো: আশরাফ মিয়ার স্ত্রী শারমিন আক্তার ও তার দুই মেয়ে, রোজা আক্তার ও ছোট মেয়ে নওরীন আক্তার
২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াজ উদ্দিন মিতুল জানান, হাসপাতালের জরুরি বিভাগে প্রথমে বিষ খাওয়া অবস্থায় এক নারীকে আনা হয়। তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। এর কিছু পর দুই শিশুকে আনা হয়। তাদের পরীক্ষা নিরীক্ষা করে মৃত পাওয়া যায়। কিছুক্ষণ পর মাও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হাসপাতালের স্টাফরা জানান, স্ত্রী ও দুই শিশুকে নিয়ে স্বামী আশরাফ হাসপাতালে আসেন। তার সঙ্গে থাকা স্বজনরা জানিয়েছেন স্ত্রী তার দুই সন্তানকে বিষপান করিয়ে নিজে বিষপান করেন।
ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশু সন্তানসহ এক নারী বিষপানে আত্মহত্যা
তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তারা বলতে পারেননি। তিনজনের মৃত্যু নিশ্চিত হওয়ার পর স্বামীসহ অন্যরা হাসপাতাল থেকে পালিয়ে যান।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক মামুনুর রশীদ জানান, তিনজনের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে রয়েছি। তারা বিষপানে তাদের মত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে এ ঘটনা তা জানা যায়নি।