বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মানে গণমাধ্যম ও অংশীজনের ভূমিকা বিষয়ে মতবিনময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি চট্টগ্রামের আয়োজনে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। এ সময়   তথ্য অফিস চট্টগ্রামের  উপ-প্রধান মীর হোসেন আহসানুল কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন,  সিভিল সার্জন ডা. মোহাম্মদ নোমান মিয়া, উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ মো. রুহুল আমিন, জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাসসহ প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

ব্রাহ্মণবাড়িয়া বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মানে গণমাধ্যম ও অংশীজনের মত বিনময় সভা অনুষ্ঠিত

মনির হোসেন :  বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মানে গণমাধ্যম ও অংশীজনের ভূমিকা বিষয়ে মতবিনময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি চট্টগ্রামের আয়োজনে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।

এ সময়   তথ্য অফিস চট্টগ্রামের  উপ-প্রধান মীর হোসেন আহসানুল কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন,  সিভিল সার্জন ডা. মোহাম্মদ নোমান মিয়া, উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ মো. রুহুল আমিন, জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাসসহ প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

ব্রাহ্মণবাড়িয়া বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মানে গণমাধ্যম ও অংশীজনের মত বিনময় সভা অনুষ্ঠিত

এ সময় বক্তারা বলেন, জুলাই আন্দোলনে শহীদদের রক্ত যাতে বৃথা না যায় সেদিকে আমাদের লক্ষ রাখতে হবে। বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মানে গণমাধ্যমের ব্যাপক ভুমিকা রয়েছে। নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যম কর্মীদের প্রয়োজন রয়েছে।

See also  কুমিল্লা থেকে দীর্ঘ ৮১ বছর পর জাপানে যাচ্ছে ২৪ সৈনিকের দেহাবশেষ