ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকায় যুবলীগ নেতার আবাসিক হোটেল থেকে তপন ঘোষ (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।   মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে মরদেহ উদ্ধার করা হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি (তদন্ত) ছবির উদ্দিন। তপন ঘোষ মুন্সিগঞ্জের শ্রীনগর থানার কবুতর খোলা গ্রামের দুলাল চন্দ্র ঘোষের ছেলে। স্থানীয়রা জানান, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. ইদন মিয়ার মালিকানাধীন স্থলবন্দর এলাকায় সীমান্ত আবাসিক হোটেলে ১৭ নভেম্বর একটি রুম ভাড়া নেন তপন। মঙ্গলবার রাতের কোনো এক সময় হোটেলের সিলিং ফ্যানে রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে সকালে হোটেল ম্যানেজার কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর দিলে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।

যুবলীগ নেতার আবাসিক হোটেলে মিলল ঝুলন্ত মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকায় যুবলীগ নেতার আবাসিক হোটেল থেকে তপন ঘোষ (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।   মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে মরদেহ উদ্ধার করা হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি (তদন্ত) ছবির উদ্দিন। তপন ঘোষ মুন্সিগঞ্জের শ্রীনগর থানার কবুতর খোলা গ্রামের দুলাল চন্দ্র ঘোষের ছেলে।

যুবলীগ নেতার আবাসিক হোটেলে মিলল ঝুলন্ত মরদেহ

স্থানীয়রা জানান, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. ইদন মিয়ার মালিকানাধীন স্থলবন্দর এলাকায় সীমান্ত আবাসিক হোটেলে ১৭ নভেম্বর একটি রুম ভাড়া নেন তপন। মঙ্গলবার রাতের কোনো এক সময় হোটেলের সিলিং ফ্যানে রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে সকালে হোটেল ম্যানেজার কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর দিলে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।

এ বিষয়ে আখাউড়া থানার ওসি (তদন্ত) ছবির উদ্দিন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজারকে থানায় আনা হয়েছে।

 

See also  প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চাই না: ফরিদা আখতার