সাদেকপুর ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

মো মনির হোসেন : ২১ নভেম্বর বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার জেলা সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজারে সাদেকপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গসংগঠনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাদেকপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির আহ্বায়ক হারুনুর রশিদ সভাপতিত্বে

এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য  তারিকুল ইসলাম খান রুমা ।এসময় সাদেকপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির আহ্বায়ক হারুনুর রশিদ তার বক্তব্যে বর্তমান সরকার কর্তৃক গণতন্ত্র হরণের অভিযোগ তুলে ধরে জনগণের অধিকার আদায়ে বিএনপির সংগ্রামের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

তিনি আরও বলেন, দলের তৃণমূল সংগঠনগুলোকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদেকপুর ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার জাতীয়তাবাদী সে সেচ্চাসেবক দলের আহবায়ক আরিফ নুরুল আমিন

সাদেকপুর ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

সদর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি সদস্য শফিকুল ইসলাম শফিক, সদর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মো জিয়াউল হক, সদর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব তানভীর রুবেল, হাজী আব্দুল্লাহ মহসিন, পৌর বিএনপি প্রচার সম্পাদক মাহফুজুর রহমান পুষ্প, সাদেকপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ রাহিম আহমেদ (নাইম)  সহ সাদেকপুর ইউনিয়নের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় তারা তাদের বক্তব্যে দলের কার্যক্রম গতিশীল করার জন্য বিভিন্ন পরামর্শ দেন। এবং এলাকার তরুণ প্রজন্মকে দলীয় কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করার ওপর জোর দেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা আরো বলেন , দেশের এই ক্রান্তিকালে দলের প্রতিটি নেতা-কর্মীকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। পাশাপাশি জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা সমাধানের জন্য আন্তরিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তারা ।

See also  দেবিদ্বারে আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও লুটপাটের প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন

সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই এই আয়োজনকে অত্যন্ত ইতিবাচক হিসেবে অভিহিত করেন এবং ভবিষ্যতে এলাকার মানুষের উন্নয়নে বিএনপির ভূমিকা আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।