ময়মনসিংহ নগরীতে ট্রাফিক ব‍্যবস্থাপনায় ৬০ শিক্ষার্থীকে যুক্ত করা হয়েছে। এতে ট্রাফিক ব‍্যবস্থায় দৃশ‍্যমান পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। রোববার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে ট্রাফিক সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে ওই শিক্ষার্থীদের অনুষ্ঠানিকভাবে যুক্ত করা হয়। এ সময় ট্রাফিক কাজে যুক্ত হওয়া শিক্ষার্থীদের মধ‍্যে ট্রাফিক পোশাক, ছাতাসহ নানা ধরনের সরঞ্জাম বিতরণ করা হয়।  অনুষ্ঠানে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. মো. আশফাকুর রহমান, পুলিশ সুপার (এসপি) মো. আজিজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম‍্যাজিস্ট্রট লুতফুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহে সড়কে ট্রাফিক ব‍্যবস্থাপনায় কাজ করবেন ৬০ শিক্ষার্থী

ময়মনসিংহ নগরীতে ট্রাফিক ব‍্যবস্থাপনায় ৬০ শিক্ষার্থীকে যুক্ত করা হয়েছে। এতে ট্রাফিক ব‍্যবস্থায় দৃশ‍্যমান পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

রোববার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে ট্রাফিক সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে ওই শিক্ষার্থীদের অনুষ্ঠানিকভাবে যুক্ত করা হয়। এ সময় ট্রাফিক কাজে যুক্ত হওয়া শিক্ষার্থীদের মধ‍্যে ট্রাফিক পোশাক, ছাতাসহ নানা ধরনের সরঞ্জাম বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. মো. আশফাকুর রহমান, পুলিশ সুপার (এসপি) মো. আজিজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম‍্যাজিস্ট্রট লুতফুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহে সড়কে ট্রাফিক ব‍্যবস্থাপনায় কাজ করবেন ৬০ শিক্ষার্থী

এ সময় রেঞ্জ ডিআইজি ড. আশফাকুর রহমান বলেন, নিজেদের জীবন দিয়ে শিক্ষার্থীরা ফ‍্যাসিজম থেকে দেশকে মুক্ত করেছে এবং এই আন্দোলনকে সফল করেছে। দেশ পুর্নগঠনে শিক্ষার্থীদের অংশগ্রহণের কোনো বিকল্প নেই। এই অবস্থায় শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক ট্রাফিক ব‍্যবস্থা গড়ে উঠবে বলে প্রত‍্যাশা করছি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতিমধ্যে ৬০ জন শিক্ষার্থীকে ট্রাফিক সিস্টেম বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা চলতি ট্রাফিক সপ্তাহে নির্দিষ্ট সময় পর্যন্ত মাঠে কাজ করবে।

 

See also  রাজবাড়ীতে ছাত্রদল নেতাকে অপহরণ সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার