দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। ২০১৯ সালে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়ে আলোচনায় এসেছিলেন মালায়ালম ইন্ডাস্ট্রির এই নায়িকা। পেশায় চিকিৎসক, পড়েছেন চিকিৎসাবিদ্যা নিয়ে। বর্তমানে করছেন অভিনয়। ‘ফিদা’, ‘প্রেমাম’, ‘কালি’সহ বেশ কিছু দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। ২০০৮ সালে একটি ডান্স রিয়্যালিটি শো-এ অংশ নেন শখের বসেই। তারপর সেই বিনোদন জগতের মোহই তাকে নিয়ে আসে অভিনয় জগতে। এসেই তুমুল জনপ্রিয়তা পান তিনি। দুর্দান্ত নাচ ও সাবলীল অভিনয় তাকে জনপ্রিয়তা এনে দেয়। ‘প্রেমাম’ সিনেমাটি তাকে রাতারাতি জনপ্রিয়তা এনে দেয়। মালায়ালাম এই সিনেমাটি মুক্তি পায় ২০১৫ সালে। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। ব্লকবাস্টার এই সিনেমার পর জনপ্রিয় অভিনেতা দুলকার সালমানের বিপরীতে ‘কালি’ সিনেমায় অভিনয় করেন তিনি। এটি মুক্তি পায় ২০১৬ সালে।

সাই পল্লবী চিকিৎসক থেকে রূপালী পর্দার তারকা

বিনোদন :  দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। ২০১৯ সালে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়ে আলোচনায় এসেছিলেন মালায়ালম ইন্ডাস্ট্রির এই নায়িকা। পেশায় চিকিৎসক, পড়েছেন চিকিৎসাবিদ্যা নিয়ে। বর্তমানে করছেন অভিনয়। ‘ফিদা’, ‘প্রেমাম’, ‘কালি’সহ বেশ কিছু দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি।

২০০৮ সালে একটি ডান্স রিয়্যালিটি শো-এ অংশ নেন শখের বসেই। তারপর সেই বিনোদন জগতের মোহই তাকে নিয়ে আসে অভিনয় জগতে। এসেই তুমুল জনপ্রিয়তা পান তিনি। দুর্দান্ত নাচ ও সাবলীল অভিনয় তাকে জনপ্রিয়তা এনে দেয়।

‘প্রেমাম’ সিনেমাটি তাকে রাতারাতি জনপ্রিয়তা এনে দেয়। মালায়ালাম এই সিনেমাটি মুক্তি পায় ২০১৫ সালে। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। ব্লকবাস্টার এই সিনেমার পর জনপ্রিয় অভিনেতা দুলকার সালমানের বিপরীতে ‘কালি’ সিনেমায় অভিনয় করেন তিনি। এটি মুক্তি পায় ২০১৬ সালে।

সাই পল্লবী চিকিৎসক থেকে রূপালী পর্দার তারকা

২০১৭ সালে রোমান্টিক চলচ্চিত্র ‘ফিদা’র মাধ্যমে তেলেগু ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন এই অভিনেত্রী। আর ‘দিয়া’ সিনেমার মাধ্যমে তামিল ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় তার।

সম্প্রতি মুক্তি পেয়েছে সাই পল্লবীর নতুন সিনেমা ‘আমরণ’। এই সিনেমা দিয়েই সাই পল্লবী বেশ আলোচনায় রয়েছেন। যুদ্ধভিত্তিক বায়োগ্রাফিক্যাল এ সিনেমা নির্মাণ করেছেন রাজকুমার পেরিয়াস্বামী। ৩১ অক্টোবর তামিল ভাষার এ সিনেমা বিশ্বের ছয় হাজার পর্দায় মুক্তি পেয়েছে। বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে সিনেমাটি।

বর্তমানে তেলেগু ভাষার ‘থান্ডেল’ ও হিন্দি ভাষার ‘রামায়ণ’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

See also  ক্ষুধার্ত বন্ধুকে বিষ খাওয়ানোর গল্পে জয়ার বেদনাময় স্ট্যাটাস