চৌদ্দগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ছাত্র ছাত্রী মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ 

মোঃরবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
চৌদ্দগ্রাম উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজনে চৌদ্দগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ছাত্র ছাত্রী মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আজ (২৫নভেম্বর) সোমবার দুপুরে বিএনপি’র দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপি’র আহবায়ক জনাব হারুন অর রশিদ মজুমদার এর  স্বভাবতিত্বে, চৌদ্দগ্রাম বিএনপির সদস্য সচিব জনাব শরিফুল ইসলাম দুলাল ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জনাব গিয়াস উদ্দিন এর যৌথ সঞ্চালনায়,  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জনাব হাজী আমিনুর রশিদ ইয়াসিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব হাজী  জসিম উদ্দিন, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি জনাব কামরুল হুদা,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু।
বিশেষ অতিথির বক্তব্যে জনাব কামরুল হুদা বলেন কোমলমতি ছাত্রদের কে মাদক ও মোবাইল আসক্তি থেকে বের করে আনতে হবে। এবং এই ইন্টারনেট আসক্তি থেকে বের করতে প্রতি টা ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার আয়োজন করার আহবান জানান।
হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেন, স্বাধীনতার সত্যি কারের ঘোষণা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাধারণ ছাত্র ছাত্রীদের শিখিয়ে দেন। ছাত্র ছাত্রীদের কে পরিস্কার পরিচ্ছন্নতা প্রতি গুরুত্ব আরোপ করেন।
হাজী জসিম উদ্দিন বলেন, ইতিহাস ঐতিহ্যের এই চৌদ্দগ্রামে কামরুল হুদার নেতৃত্বে আরও এগিয়ে যাবে, এবং চৌদ্দগ্রাম মানুষের প্রতিনিধিত্ব করবেন বলে আমি বিশ্বাস করি।
See also  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০