
বিনোদন : সারাক্ষণ আনন্দ চিত্তে থাকা পরীমণি গত কিছুদিন ধরে বিষণ্ণতায় ভুগছেন। এই মুহূর্তে তিনি অবস্থান করছেন তার গ্রামের বাড়ি পিরোজপুরে। সেখানে এক ঝাঁক স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের আদরে মেতে উঠলেন এই ঢালিউড নায়িকা। তাদের সঙ্গে ঘটেছে কিছু মজার ঘটনাও। সোশ্যালে একটি ভিডিও প্রকাশ করেছেন পরী, যেখানে দেখা গেছে, নায়িকাকে দেখতে বাড়ির উঠোনে ভিড় জমিয়েছেন অনেকে। পাশের স্কুলের একঝাঁক শিক্ষার্থীও রয়েছে সেখানে। পরীকে কাছে পেতেই সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে তারা। ইউনিফর্ম পরা একঝাঁক বালিকার এই ভালোবাসায় আপ্লুত পরীমণি।
ভিডিওতে শোনা যায় সবার উদ্দেশে পরীমণি বলছেন, ‘ক্লাস ফাঁকি দিয়ে এসেছো। দাঁড়াও তোমাদের শিক্ষকদের কাছে নালিশ করবো।’ ছবি তোলা ও আলাপচারিতার পর বিদায় বেলায় পরী বলেন, ‘বিকাল বেলায় আবারও এসো!’ ভিডিও আপলোড দিয়ে তার ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘আমার জন্যে সকাল সকাল নানুবাড়ির উঠোনে একরাশ ভালোবাসার ছড়াছড়ি! কি লাগে এক জীবনে আর! আমি তোমাদেরই লোক এই আমার পরম পাওয়া।’
আমি তোমাদেরই লোক এক ঝাঁক শিক্ষার্থীর উদ্দেশ্যে পরীমণি
এদিকে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে পরীমণির প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। অনম বিশ্বাস পরিচালিত এই সিরিজটি থেকে দারুণ প্রশংসা পাচ্ছেন নায়িকা। এতে তার বিপরীতে আছেন মোস্তাফিজুর নূর ইমরান। অন্যদিকে, মুক্তির অপেক্ষায় আছে পরীমণির ‘ডোডোর গল্প’ সিনেমাটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। এটি পরিচালনা করেছেন রেজা ঘটক। এছাড়াও রয়েছে কলকাতার সিনেমা ‘ফেলুবক্সী’, যেখানে পরীর বিপরীতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে।