বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতন্ডার জেরে বাস চলাচল বন্ধ করে দিয়েছিল রূপাতলী বাস মালিক সমিতি। শনিবার (৩০ নভেম্বর) বেলা সোয়া ৩টার দিকে বাস টার্মিনাল এলাকায় সড়কে বাস রেখে অবরোধ কর্মসূচি পালন করেন তারা। পরবর্তীতে উভয় পক্ষের সমঝোতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য রূপাতলী থেকে এমকে পরিবহন নামে একটি বাসে তিন শিক্ষার্থী ওঠেন। ভাড়া নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বাসের সুপার ভাইজার ও হেলপারের সঙ্গে কথা কাটাকাটি, ধাক্কাধাক্কি হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহপাঠীদের অবহিত করেন। তখন কিছু শিক্ষার্থী কাঁঠালতলা এলাকায় গিয়ে বাসের হেলপার হৃদয়কে নামিয়ে আটকে রাখেন। বিষয়টি নগরের রুপাতলী বাস টার্মিনালের বাস শ্রমিকরা জানার পর তারাও রুপাতলী এলাকায় সড়কের ওপর বাস রেখে অবরোধ করেন।
বরিশালে শিক্ষার্থীদের সঙ্গে বিরোধে বাস শ্রমিকদের সড়ক অবরোধ
পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বাস মালিক-শ্রমিকরা বসে সমাধান করলে আধাঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার বলেন, একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। বিষয়টি সমাধান করার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজিানুর রহমান বলেন, শিক্ষার্থী ও শ্রমিকদের সঙ্গে একটু সমস্যা হয়েছিল। পরক্ষণেই তা সমাধান হয়ে যাওয়ায় বাস চলাচল শুরু হয়। বর্তমানে সড়কের পরিস্থিতি স্বাভাবিক ।
Please confirm you want to block this member.
You will no longer be able to:
Please note: This action will also remove this member from your connections and send a report to the site admin. Please allow a few minutes for this process to complete.