ঢাকার সাভার উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সপ্মাদক ফখরুল রাজীবের অপরাধ,দূর্নীতি অতিপত্য সাভারবাসীর অজানা নয়,বরং অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ,সাধারণ মানুষকে জিম্মি করে রাখতে তার ছিল নিজস্ব গ্রুপ-উপগ্রুপ।বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনে সবশেষ ৫ই আগস্ট মাঠে তার পেটুয়া বাহনী। এরা সাভারের রাজীব-সমর এর গুপ্তচর। রাজীব-সমর এর সকল অপকর্মের সাক্ষী।তাদের মধ্যে সাভারের বনগাঁও ইউনিয়ন যুবলীগের  যুগ্ম সাধারণ সপ্মাদক মো: বাদশা শিকদার (৪২) বাদশা একই ইউনিয়নের সাদাপুর গ্রামের মুনতাজ শিকদারের ছেলে। অপরদিকে মো:লোকমান খান(৪৫) বনগাঁও ইউনিয়ন আ.লীগের যুগ্ন সাধারণ সপ্মাদক একই গ্রামের রমিজ উদ্দিন খানের ছেলে। সবশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা ছাত্রদের বিপক্ষে হেলমেট বাহনীতে সক্রিয় ছিলেন।অভিযোগ রয়েছে তারা এখন ইউনিয়ন বিএনপি"র নেতাদের সাথে  আতাত করে বিএনপি"র ছত্রাছায়ায় এলাকায় পুনরায় নানা অকর্মের সাথে লিপ্ত হয়েছে।আওয়ামী লীগের বিভিন্ন কর্মকান্ড করার জন্য গোপন ভাবে মিটিং চালিয়ে যাচ্ছে।

সাভারে রাজীবের পেটুয়া বাহনী যুবলীগ থেকে বিএনপিতে বাদশা,লোকমান

আলী রেজা রাজু:  ঢাকার সাভার উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সপ্মাদক ফখরুল রাজীবের অপরাধ,দূর্নীতি অতিপত্য সাভারবাসীর অজানা নয়,বরং অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ,সাধারণ মানুষকে জিম্মি করে রাখতে তার ছিল নিজস্ব গ্রুপ-উপগ্রুপ।বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনে সবশেষ ৫ই আগস্ট মাঠে তার পেটুয়া বাহনী।

এরা সাভারের রাজীব-সমর এর গুপ্তচর। রাজীব-সমর এর সকল অপকর্মের সাক্ষী।তাদের মধ্যে সাভারের বনগাঁও ইউনিয়ন যুবলীগের  যুগ্ম সাধারণ সপ্মাদক মো: বাদশা শিকদার (৪২) বাদশা একই ইউনিয়নের সাদাপুর গ্রামের মুনতাজ শিকদারের ছেলে। অপরদিকে মো:লোকমান খান(৪৫) বনগাঁও ইউনিয়ন আ.লীগের যুগ্ন সাধারণ সপ্মাদক একই গ্রামের রমিজ উদ্দিন খানের ছেলে। সবশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা ছাত্রদের বিপক্ষে হেলমেট বাহনীতে সক্রিয় ছিলেন।অভিযোগ রয়েছে তারা এখন ইউনিয়ন বিএনপি”র নেতাদের সাথে  আতাত করে বিএনপি”র ছত্রাছায়ায় এলাকায় পুনরায় নানা অকর্মের সাথে লিপ্ত হয়েছে।আওয়ামী লীগের বিভিন্ন কর্মকান্ড করার জন্য গোপন ভাবে মিটিং চালিয়ে যাচ্ছে।

সাভারে রাজীবের পেটুয়া বাহনী যুবলীগ থেকে বিএনপিতে বাদশা,লোকমান

এরা এত অপকর্ম করার পরেও এদের নামে কোন মামলা হয়নি ভোল পাল্টে  ইউনিয়ন বিএনপির সঙ্গে আঁতাত করে এরা চলাফেরা করতেছে।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজিব সমরের সঙ্গে রাজপথে ছাত্রদের বিরুদ্ধে এরা সক্রিয় ছিল। এ বিষয়ে জানতে চাইলে সাভার থানা বিএনপি’র সাধারণ সপ্মাদক গোলাম মোস্তফা জানান আ.লীগের কাউকে যদি আমার দলের কেউ স্থান দেয় তাদের ব্যবস্থা নেওয়া হবে।

See also  রাজশাহীতে পুলিশের অভিযানে ১৬ বোতল ফেন্সিডিলসহ  গ্রেপ্তার  ৩