
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সাবেক স্ত্রী কর্তৃক স্বামীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। ১০ ডিসেম্বর, মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মাধবেরবাগ গ্রামের বিশিষ্ট অটোরিকশা ব্যাবসায়ী নাছির মিয়া প্রায় বিশ বছর আগে জাহানারা বেগমকে বিয়ে করেন। বিয়ের ২ বছর পর থেকেই জানাহারা বেগম অসাধাচরন করে শশুর শাশুরির সাথে থাকবে বলে ঝগড়া করে। এরপর থেকে বিভিন্ন সময় খারাপ আচারণ, হয়রানিমূলক মিথ্যা মামলা, মানসিক নির্যাতন করে আসছে। নির্যতনের পীড়া সহ্য করতে না পেরে কিছুদিন আগে নাছির মিয়া তাকে তালাক দিয়ে দেয়। নাছির মিয়া স্ত্রীকে জায়গা সম্পদ, স্বর্ণালঙ্কার ও টাকা পয়সা সবকিছু দিয়ে দেয়।
নাসির মিয়া বলেন, আমার সাবেক স্ত্রী জাহানারা বেগম আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। আমার নামে একের পর এক অযথা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে। তাকে আমি আলেদা ঘর, জায়গা সম্পত্তি সব দিয়েছি। তারপরেও আমি তার নির্যাতন থেকে রেহাই পাচ্ছি না। এখন সে অপপ্রচার করতেছে আমি নাকি মাদক ব্যাবসা করি। অথচ আমি সবসময় মাদকের বিরুদ্ধে কথা বলি। মাদকবিরোধী সংগঠন করি। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার দাবী করি।
মানববন্ধনে বক্তারা বলেন, নাসির মিয়া খুব ভাল মানুষ। সে ৫ ওয়াক্ত নামাজ পরে এবং মসজিদ মাদ্রাসায় দান করে। তার বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তার মত ভাল মানুষকে মাদক ব্যবসায়ী বলে অপপ্রচার চালাচ্ছে। যা অত্যন্ত নিন্দনীয় কাজ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মোঃ ইউনুস মোল্লা, মসজিদের ইমাম রোস্তম মোল্লা, খোরশেদ মিয়া, মোঃ সোহাগ মিয়া, বিশিষ্ট সালিশকারক আবু বক্কর, রোশন আলী মেম্বার, বিশিষ্ট ব্যাবসায়ী আওয়াল মিয়া, ব্যাবসায়ী ফারুক মিয়া, নোমান মিয়া, শিশু খাদেম, আনোয়ার মিয়া, সামসু মিয়াসহ শতাধিক স্থানীয় এলাকাবাসী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সভাপতি প্রেস ক্লাব জাবেদ রহিম বিজন, অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব শামসুজ্জামান আশরাফী
বিজয়নগরে সাবেক স্ত্রী কর্তৃক মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের বাংলা বিভাগে বিভাগীয় প্রধান, নুর মোহাম্মদ তিনি বলেন “বিশ্ব মানবাধিকার দিবস কেবল একটি উদযাপন নয়, এটি আমাদের প্রতিদিনের জীবনে মানবাধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের একটি মুহূর্ত। যদি আমরা সকলেই মানবাধিকার রক্ষা করি, তাহলে সমাজে শান্তি ও সমতা বজায় থাকবে।
এসময় আরো বক্তব্য রাখেন হিউম্যান রাইটস সোসাইটির জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ খবির উদ্দিন, শাহ মোঃ সেলিম হোসাইন, ,সিরাজুল ইসলাম , তাজুল ইসলাম, পথিক টিভির ব্যবস্থাপনা পরিচালক কবি লিটন হোসাইন জিহাদ,জাহাঙ্গীর আলম,রফিকুল ইসলাম,রোবাইত ইসলাম মিশু প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডঃ মোঃ মোজাম্মেল হক।
সভায় বক্তারা মানবাধিকার সংরক্ষণ ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। নারী ও শিশু অধিকার, সমাজে বৈষম্য দূরীকরণ, শিক্ষার সুযোগ সবার জন্য সমান হওয়া, এবং সর্বশেষ নাগরিক স্বাধীনতা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা উল্লেখ করেন, আইন অনুযায়ী সরকারের পক্ষে মানবাধিকার রক্ষা সহজ, তবে একে বাস্তবায়ন করতে সমাজের প্রতিটি স্তরের নাগরিকদের দায়িত্বশীল হতে হবে।