বিনোদন : ছোট পর্দার এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারের শুরুর দিকে উচ্চারণ সমস্যার কারণে অভিনয়ে অনেক বেগ পেতে হয়েছিল তাকে। তবে উচ্চারণ সমস্যা ঠিক করেছেন, বাড়িয়েছেন অভিনয় দক্ষতা। ছোট পর্দার পর এবার বড় পর্দায় নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিতে যাচ্ছেন মেহজাবীন।
২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘প্রিয় মালতী’। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। সিনেমাটি মুক্তি উপলক্ষে ১৫ ডিসেম্বর রাজধানীর অল কমিউনিটি ক্লাবে অনুষ্ঠিত হয় এক সংবাদ সম্মেলন। সেখানেই নিজের ক্যারিয়ার ও সিনেমা নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। সংবাদ সম্মেলনের মঞ্চে মেহজাবীনের সঙ্গে উপস্থিত ছিলেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত, প্রযোজক ও নির্মাতা আদনান আল রাজীব, চরকির সিইও রেদওয়ান রনিসহ আরও অনেকে।
বড় পর্দায় অভিষেক প্রিয় মালতী নিয়ে আসছেন মেহজাবীন চৌধুরী
‘প্রিয় মালতী’ সিনেমাটি যাপিত জীবনের গল্প। এ সিনেমায় নিম্ন-মধ্যবিত্ত নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। ২০ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও এরইমধ্যে সিনেমাটি কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে ব্যাপক প্রশংসিত হয়েছে।
পুরো আয়োজনের চমক হিসেবে ছিল বড় পর্দায় অভিষিক্ত হতে যাওয়া অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর উপস্থাপনা। সিনেমাটি প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি।