গোটা ভারতের বর্তমান সময়ের হার্টথ্রব অভিনেত্রী রাশমিকা মান্দানা। একের পর এক সুপার হিট সিনেমা উপহার দিচ্ছেন তিনি। বর্তমানে তাকে নিয়ে চর্চা তুঙ্গে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে ততটা খোলাসা না করলেও এবার বিয়ের পাত্র হিসেবে কেমন মানুষ পছন্দ তা নিয়ে কথা বলেছেন দক্ষিণী কুইন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের জন্য কেমন পাত্র চান—তা জানিয়েছেন রাশমিকা। আপাতত কাজ নিয়ে থাকতে চাইলেও এই বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন তিনি। রাশ্মিকা বলেন, আমার সঙ্গী যে হবে, সে যেন আমায় খুব ভালোবাসে, যত্ন করে। একজন ভালো হৃদয়ের মানুষ হয়। আমি ওই রকমই, তাই আমার সঙ্গীকেও এমনই হতে হবে। আমার মনে হয়, আমি যে রকম সঙ্গী ঠিক তার উল্টো হলে আমাদের সম্পর্ক বেশি দিন টিকবে না

বিয়ের পাত্র হিসেবে কেমন মানুষ চান জানালেন রাশমিকা মান্দানা

বিনোদন :  গোটা ভারতের বর্তমান সময়ের হার্টথ্রব অভিনেত্রী রাশমিকা মান্দানা। একের পর এক সুপার হিট সিনেমা উপহার দিচ্ছেন তিনি। বর্তমানে তাকে নিয়ে চর্চা তুঙ্গে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে ততটা খোলাসা না করলেও এবার বিয়ের পাত্র হিসেবে কেমন মানুষ পছন্দ তা নিয়ে কথা বলেছেন দক্ষিণী কুইন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের জন্য কেমন পাত্র চান—তা জানিয়েছেন রাশমিকা। আপাতত কাজ নিয়ে থাকতে চাইলেও এই বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন তিনি। রাশ্মিকা বলেন, আমার সঙ্গী যে হবে, সে যেন আমায় খুব ভালোবাসে, যত্ন করে। একজন ভালো হৃদয়ের মানুষ হয়। আমি ওই রকমই, তাই আমার সঙ্গীকেও এমনই হতে হবে। আমার মনে হয়, আমি যে রকম সঙ্গী ঠিক তার উল্টো হলে আমাদের সম্পর্ক বেশি দিন টিকবে না।

বিয়ের পাত্র হিসেবে কেমন মানুষ চান জানালেন রাশমিকা মান্দানা

তিনি মনে করেন, প্রেমের সম্পর্কে বন্ধুত্ব থাকাটাও জরুরি। সঙ্গী এমন বন্ধু হবে যে ভালো দিনেও আপনার পাশে থাকবে, আবার খারাপ দিনেও আপনার হাত শক্ত করে ধরে রাখবে।২০১৮ সালে মুক্তি পাওয়া ‘গীত গোবিন্দম’ সিনেমাতে বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেন রাশমিকা। ছবি মুক্তি পাওয়ার পর বিজয় এবং রাশমিকার সম্পর্কের রসায়ন মনে ধরে যায় দর্শকের। অনেকেই মনে করেছেন, বিজয়ের মাঝেই সবকিছু খোঁজে পেয়েছেন রাশমিকা।

২০১৬ সালে বড়পর্দায় অভিষেক হয় কর্নাটকের মেয়ে রাশমিকা মান্দানার। কন্নড় সিনেমা দিয়ে শুরু হলেও পরে নাম লেখান তেলেগু সিনেমায়। সব জায়গায় তার সিনেমা ভালো ব্যবসা করেছে। তবে ‘পুষ্পা: দ্য রাইজ’ যেই মুক্তি পেল, অভিনেত্রীকে নিয়ে উন্মাদনা অন্য মাত্রায় পৌঁছে গেল। তারপর বলিউডে এনিম্যাল সিনেমা, আর এখন উন্মাদনা ছড়াচ্ছে ‘পুষ্পা-টু: দ্য রুল’ সিনেমা দিয়ে।

See also  মাতৃত্বকে বোকামি বললেন রাধিকা আপ্তে মন্তব্য ঘিরে বিতর্ক