
ব্রাহ্মণবাড়িয়া সদর মৈন্দ উত্তর পাড়া জামে-মসজিদ মাঠে, গত ২০শে ডিসেম্বর শুক্রবার বাদ আসর হইতে মধ্য রাত্র পর্যন্ত মৈন্দ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী, আশেকানে মোস্তফা ( দ:) এর উদ্যোগে ৪৮তম ঐতিহাসিক সুন্নী মহা সম্মেলন ও গাউছিয়া সুন্নীয়া নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের পাগড়ি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।
মৈন্দ উত্তরপাড়া জামে-মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদীন আলকাদেরীর সভাপতিত্বে, উপস্থিত ছিলেন পীরেতরিকত হযরত মাওলানা ক্বারী মুহাম্মদ হাসানুজ্জামান তৈয়বী আশরাফী আলকাদেরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও ওয়াজ ফরমান বিশিষ্ট ইসলামিক স্কলার্স হযরত মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদীন আলকাদেরী, বিশেষ অতিথি তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা ক্বারী মুহাম্মদ শামীম হোসাইন রেজা আলকাদেরী, মাওলানা মুফতি মুহাম্মদ খলিল হাসান রেজা আলকাদেরী, হাফেজ মোঃ কামাল হোসেন, হযরত মাওলানা হাফেজ মকসুদুল আলম, হাফেজ হাসান উল্লাহ, মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম সহ আরও অনেক উলামায়ে কেরামগণ নসিহত পেশ করেন।
মৈন্দ ঈদ এ মিলাদুন্নবী (দ:) সংগঠনের উদ্যোগে ৪৮ তম ঐতিহাসিক সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত
মাহফিল পরিচালনায় ছিলেন মৈন্দ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী ও আশেকানে মোস্তফা ( দ:) সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ জাকির হোসাইন জিকু, সাধারণ সম্পাদক মোঃ সেলিম আহমদ মেম্বার ও গাউছিয়া সুন্নীয়া নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ মিয়া। মৈন্দ উত্তরপাড়া প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে হাফেজ ছাত্রদের মাঝে পাগরি ও ক্রেস্ট দেওয়া হয়।
মাহফিল শেষে মিলাদ কিয়াম, দেশ জাতির কল্যাণে বিশেষ দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়। দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন পীরেতরিক আল্লামা আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল মজিদ ফিরোজপুরী।