২০২৩ সালে বক্স অফিস কাঁপিয়েছিল দক্ষিণী সিনেমার মেগাস্টার রজনীকান্ত অভিনীত সিনেমা ‘জেলার’। সেই সময় থেকেই আলোচনা শুরু হয়, কবে আসবে এর পরের কিস্তি। অবশেষে মুক্তি পেলো ‘জেলার টু’ সিনেমার টিজার। চার মিনিট সময়সীমার টিজারটি এরই মধ্যে ভক্তদের মন জিতে নিয়েছে। ‘জেলার টু’র পুরো টিজারেও ম্যাজিক দেখিয়েছেন রজনী। ভিডিওটির শুরুতে একের পর এক গুন্ডার আগমন ও পিঠে কুড়াল গেঁথে মৃত্যু হয়। খানিক পরে রক্তার্ত সাদা জামা পরে বন্দুক ও তলোয়ার হাতে পর্দায় আসেন রজনী। শোনা যায় আগের ছবির আবহ। বাকি সময়জুড়েও তার রাজত্বের দেখা মেলে। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, রজনীকানের ম্যাজিক দেখতে স্বাভাবিকভাবেই সিনেমাটি নিয়ে সবার প্রত্যাশা বেড়েছে। ভক্তদের দাবি, সিনেমাটি কেবল চলচ্চিত্রই নয়। বরং রজনীর এত বছরের ধারাবাহিক সাফল্যেরই নতুন প্রকাশ। নেলসনের পরিচালনায় ব্ল্যাক কমেডি অ্যাকশন ঘরানার সিনেমা ‘জেলার’র প্রথম পর্বে রজনীকান্তের সঙ্গে দেখা গিয়েছিল মোহনলাল, জ্যাকি শ্রফ, শিবা রাজকুমার, রামিয়া কৃষ্ণাণ, তামান্নার মতো তারকাদের। সিনেমাটির ‘কাভালা’ গানটি তুমুল জনপ্রিয় হয়েছিল

রজনীকান্তের জেলার টু টিজার মুক্তি ভক্তদের মনে নতুন উন্মাদনা শুরু হয়েছে

বিনোদন :  ২০২৩ সালে বক্স অফিস কাঁপিয়েছিল দক্ষিণী সিনেমার মেগাস্টার রজনীকান্ত অভিনীত সিনেমা ‘জেলার’। সেই সময় থেকেই আলোচনা শুরু হয়, কবে আসবে এর পরের কিস্তি। অবশেষে মুক্তি পেলো ‘জেলার টু’ সিনেমার টিজার। চার মিনিট সময়সীমার টিজারটি এরই মধ্যে ভক্তদের মন জিতে নিয়েছে।

‘জেলার টু’র পুরো টিজারেও ম্যাজিক দেখিয়েছেন রজনী। ভিডিওটির শুরুতে একের পর এক গুন্ডার আগমন ও পিঠে কুড়াল গেঁথে মৃত্যু হয়। খানিক পরে রক্তার্ত সাদা জামা পরে বন্দুক ও তলোয়ার হাতে পর্দায় আসেন রজনী। শোনা যায় আগের ছবির আবহ। বাকি সময়জুড়েও তার রাজত্বের দেখা মেলে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, রজনীকানের ম্যাজিক দেখতে স্বাভাবিকভাবেই সিনেমাটি নিয়ে সবার প্রত্যাশা বেড়েছে। ভক্তদের দাবি, সিনেমাটি কেবল চলচ্চিত্রই নয়। বরং রজনীর এত বছরের ধারাবাহিক সাফল্যেরই নতুন প্রকাশ।

নেলসনের পরিচালনায় ব্ল্যাক কমেডি অ্যাকশন ঘরানার সিনেমা ‘জেলার’র প্রথম পর্বে রজনীকান্তের সঙ্গে দেখা গিয়েছিল মোহনলাল, জ্যাকি শ্রফ, শিবা রাজকুমার, রামিয়া কৃষ্ণাণ, তামান্নার মতো তারকাদের। সিনেমাটির ‘কাভালা’ গানটি তুমুল জনপ্রিয় হয়েছিল।

রজনীকান্তের জেলার টু টিজার মুক্তি ভক্তদের মনে নতুন উন্মাদনা শুরু হয়েছে

নতুন সিনেমায় কোন কোন তারকাকে দেখা যাবে তা দেখতেও মুখিয়ে রয়েছেন দর্শকরা। কোনো কোনো গণমাধ্যম জানাচ্ছে, মোহনলাল ও শিবরাজ কুমার এ সিনেমায় ক্যামিও হিসেবে থাকবেন। পাশাপাশি তামিল অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণকেও দেখা যাবে শক্তিমান পুলিশ অফিসার রূপে। এখন থেকেই যেন শুরু হয়েছে সিনেমাটি মুক্তির ক্ষণ গগনা। যদিও ‘জেলার টু’ সিনেমা মুক্তি পাচ্ছে ২০২৬ সালে।

এই মুহুর্তে চলছে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ। আসলে রজনীর সিনেমা মানেই দাক্ষিণাত্যে সেদিন উৎসব। বেঙ্গালুরু, চেন্নাইয়ের একাধিক অফিসে ছুটি ঘোষণা করা হয় ছবি মুক্তির দিন। সেই উন্মাদনার রেশই যেন মিলল টিজার মুক্তির পর।

See also  আশিকি থ্রি নিয়ে গুঞ্জন তৃপ্তি দিমরিকে বাদ দেওয়ার খবর নিয়ে ধোঁয়াশা