
এসএম নাইমুল ইসলাম জিহাদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে সাত কেজি গাঁজাসহ এক গ্ৰাম পুলিশকে আটক করেছে পুলিশ। কসবা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদেরের নেতৃত্বে আজ সোমবার ১০ শে ফেব্রুয়ারি সকালে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়,এস আই ফারুক হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে উপজেলার ৬ নং গোপিনাথপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কুইয়া পানিয়া গ্ৰামের মৃত্যু আবুল হাশেম মিয়ার ছেলে মোঃ আবুল হেকিম এর বসত ঘর থেকে গাঁজাসহ তাকে আটক করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার মা আনোয়ারা বেগম পালিয়ে যায়। আটককৃত গ্ৰাম পুলিশ আবুল হেকিম জানায় সে ২০০১ সাল থেকে গ্ৰাম পুলিশের চাকরিতে জয়েন করেন।
কসবায় গাঁজাসহ গ্ৰামপুলিশ আবুল হেকিম আটক
এবিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুল কাদের বলেন, রক্ষক যখন ভক্ষক হয়, জাতি তার কাছে কি আসা করতে পারে এসময় তিনি আরোও বলেন।