সি এন জি ভ্রমণ সুলেখার ভালই লাগে। এমন অপ্রত্যাশিত আর উদ্দেশ্যহীন ভ্রমণ মাঝে মধ্যে খুব রোমাঞ্চকর মনে হয়। আসলে একটা সময়ের পর মানুষ অনেক বেশি হিসেবি হয়ে যায়। মাঝে মধ্যে মনে হয় নিঃশ্বাসটা ও বুঝি হিসেব করে নিচ্ছি। কিন্তু, মন তো এমন হিসেবের বেড়াজালে আটকে থাকার জিনিস নয়। তাই, অন্যের ক্ষতি করা ছাড়া, মাঝে মধ্যে […]