পৃথিবীতে মানুষের বিস্তার আদি পিতা আদম আ. ও আদি মাতা হাওয়া আ.-এর থেকে। আল্লাহ তায়ালা মাটি থেকে প্রথমে আদম আ.-কে সৃষ্টি করেছিলেন। এরপর তাঁর শরীরের একটি অংশ থেকে সঙ্গী হিসেবে আদি মাতাকে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘হে মানুষ! পুনরুত্থানের ব্যাপারে যদি তোমরা সন্দিহান হও, তাহলে (চিন্তা করে দেখ) আমি তোমাদেরকে সৃষ্টি করেছি […]