জেলা প্রতিনিধি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ক্যাম্পাসে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে শুক্রবার স্বাস্থ্য অলিম্পিয়াডের আয়োজন করা হয়। বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে দেয়ালিকায় ছিল একটি জানালা। তার পাল্লাটি কাগজের। একটি পাল্লা খুললেই চোখে পড়ে স্বাভাবিক ফুসফুসের ছবি; আরেকটি খুললেই দেখা যায়, যক্ষ্মায় আক্রান্ত ফুসফুস। দেয়ালিকার স্লোগান ‘যক্ষ্মা হলে নেইকো ভয়, সবাই মিলি করব জয়। […]