অন্ধ জমিদার হয়ে পর্দায় আসছেন ঋত্বিক

  বিনোদন :   ছবির কাজ শুরু করেছেন চলেছেন টালিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। এক অন্ধ জমিদারের চরিত্রে প্রথমবার বড় পর্দায় আসছেন অভিনেতা। ছবি ‘পরিচয় গুপ্ত’। পরিচালনায় রণ রাজ। সামনে এসেছে পারিবারিক রহস্যে মোড়া ছবির প্রথম অফিসিয়াল টিজার। ছবিতে ঋত্বিক চক্রবর্তী ছাড়াও থাকছেন  ইন্দ্রনীল সেনগুপ্ত। এছাড়াও রয়েছেন দর্শনা বনিক, অয়ন্তীকা বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য,বরৌনক ভট্টাচার্যসহ আরও অনেকে। গল্পে […]