লোহার রেললাইনে রুচি নেই! তাই সুযোগ পেলেই মাটিতে নেমে পড়ছে ট্রেন। ভারতের নানা প্রান্তে একের পর এক ‘পথভোলা’ ট্রেনের বদৌলতে প্রশ্নের মুখে পড়েছে যাত্রী নিরাপত্তা। সেই তালিকায় নতুন সংযোজন বিহারের গয়া। সেখানে রেললাইন ছেড়ে এবার ট্রেন নেমে গেলো সোজা ফসলের মাঠে। দিগন্ত বিস্তৃত সবুজ ক্ষেতের মাঝে এমন একাকী ট্রেন দাঁড়িয়ে থাকার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল […]